ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাউবি’র এসএসসি পরীক্ষায় পাস ৭০.৭২ শতাংশ

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাউবি’র এসএসসি পরীক্ষায় পাস ৭০.৭২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৫ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

এবার বাউবি’র এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৮৩ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দ্বিতীয় বর্ষে ছিল মোট ৪২ হাজার ২১১ জন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ২৯ হাজার ৮৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৭০ দশমিক ৭২ ভাগ।

১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 14010810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।

বুধবার বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



রাইজিংবিডি/গাজীপুর/৮ ফেব্রুয়ারি ২০১৭/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়