ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তরুণ গবেষকদের নিয়ে ঢাবিতে দিনব্যাপী অনুষ্ঠান

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তরুণ গবেষকদের নিয়ে ঢাবিতে দিনব্যাপী অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট : তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

‘এ ক্যান্ডিড জার্নি টু রিসার্চ : ওয়ার্কশপ অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক অনুষ্ঠানটি আজ শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাবির লেকচার থিয়েটারের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান।

দ্বিতীয় পর্বে ছিল গবেষণা কর্মশালা। কর্মশালায় গবেষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাদির জুনায়েদ, অধ্যাপক ড. মনজুরুল করিম প্রমুখ।

তৃতীয় পর্বে ছিল ‘রিসার্চ অন ক্যারিয়ার’ বিষয়ক প্যানেল আলোচনা। সেখানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত গবেষকরা বক্তব্য রাখেন। তারা গবেষণা ক্যারিয়ারের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই প্রজেক্টের হেড ড. রমিজ উদ্দিন, বিজ্ঞানী ড. ফিরোজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সভাপতি সাইফুল্লা সাদেক বলেন, গবেষণা মানে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া। তরুণরাই পারে গবেষণা দিয়ে দেশ ও জাতির উন্নয়ন সাধিত করতে। তরুণদের গবেষণা কাজে উৎসাহিত করতেই ঢাবির শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৭/ছাইফুল ইসলাম মাছুম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়