ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জবিতে ব্যাডেন পাওয়েলের ১৬০তম জন্মবার্ষিকী পালিত

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ব্যাডেন পাওয়েলের ১৬০তম জন্মবার্ষিকী পালিত

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে ‘রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে রোভার স্কাউট গ্রুপের সভাকক্ষে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এ উপলক্ষে কেক কাটেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও স্কাউট লিডার মো. মিন্টু আলী বিশ্বাস।

‘স্কাউট ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় রোভার মো. এনামুল হাসান কাওছার প্রথম, রোভার মো. ইমতিয়াজ মাহমুদ দ্বিতীয় এবং রোভার সাদিয়া আখতার তৃতীয় স্থান অধিকার করেন।

ট্রেজারার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/আশরাফুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়