ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৬ ঘণ্টা পর মুক্ত পবিপ্রবির ভিসি

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬ ঘণ্টা পর মুক্ত পবিপ্রবির ভিসি

পটুয়াখালী প্রতিনিধি : শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলরসহ ১৫০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত হয়েছেন। 

১৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বুধবার ভোর ৪টার দিকে তারা মুক্ত হন।

পবিপ্রবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ১০টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের অকৃতকার্য ৩৭ জন ছাত্রছাত্রীরা  প্রবেশসন বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। এতে যোগ দেন পবিপ্রবির একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি কর্তৃপক্ষ না মানলে প্রশাসনিক ভবনের মূল গেটে তারা তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রশাসনিক ভবন থেকে শিক্ষকরা বের হওয়ার চেষ্টা করলে তাদের লাঞ্ছিত করা হয়। অবশেষে বুধবার ভোরে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. মো. হারুন অর রশিদ ও রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিভিন্ন অনুষদের ডিনরা শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি নিয়ে আলোচনায় বসেন। সেখানে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।

 

 

 

 

রাইজিংবিডি/পটুয়াখালী/২২ মার্চ ২০১৭/বিলাস দাস/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়