ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জয় বাংলাকে জাতীয় স্লোগান করার দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয় বাংলাকে জাতীয় স্লোগান করার দাবি

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রোববার আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জয় বাংলাকে জাতীয় স্লোগান করার দাবি জানান গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী।

বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. অরুপ রতন চৌধুরী মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনন্য অবদানের কথা তুলে ধরেন। উপাচার্য ড. গোলাম সামদানী ফকির স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সত্যিকারের দেশপ্রেমিক হওয়ার উপদেশ দেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, জঙ্গিবাদ মোকাবিলা করাই হবে এবারের স্বাধীনতা দিবসের প্রত্যয়।

কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে তাগিদ দেন।

সভা শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে দেশাত্ববোধক গান পরিবেশন করেন শিল্পী অরুপ রতন চৌধুরী।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়