ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কমেছে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমেছে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা

সচিবালয় প্রতিবেদক : গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

২ এপ্রিল থ‌েকে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

ত‌িনি বল‌েন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৮০ জন।

শিক্ষামন্ত্রী জানান, গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪ হাজার ৯৪২ জন।

আগামী রোববার (২ এপ্রিল) থ‌েকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে জান‌িয়ে নুরুল ইসলাম নাহ‌িদ বল‌েন, এরই মধ্যে সুষ্ঠুভাব‌ে পরীক্ষা অনুষ্ঠান‌ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়‌েছ‌ে।

ত‌িনি‌ বল‌েন, ‘এবার মোট শিক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডের অধীনে ৯৬ হাজার ৯১৪ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।’

মন্ত্রী বলেন, তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হবে আর শ‌েষ হব‌ে ২৫ মে। এবার ৮ হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিদেশে সাতটি কেন্দ্রে ২৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এ বছর মোট ২৬টি বিষয়ের ৫০টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে বল‌েও জানান শিক্ষামন্ত্রী।

ত‌িনি বলেন, ২০১২ সালে শুধু বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২০১৫ সালে ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছর ১৯টি বিষয়ের ৩৬টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। 




রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/নঈমুদ্দীন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়