ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্যাবিনেট নির্বাচন শিক্ষার্থীদের গণতন্ত্রমনা করবে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাবিনেট নির্বাচন শিক্ষার্থীদের গণতন্ত্রমনা করবে

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব, মূল্যবোধ ও চিন্তা-চেতনা গড়ে উঠবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার ঢাকায় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আজ সারা দেশে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব, মূল্যবোধ ও চিন্তা-চেতনা গড়ে উঠবে। তারা অন্যের মতের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হতে শিখবে। শিক্ষামন্ত্রী ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং নির্বাচন-সংশ্লিষ্ট কমিশনারদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের আট বিভাগের ২২ হাজার ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে আটজন প্রতিনিধির সমন্বয়ে স্টুডেন্টস ক্যাবিনেট গঠিত হবে। এ বছর ১ লাখ ৮৩ হাজার ২৭২টি পদের বিপরীতে ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়