ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রশ্নফাঁসের পেছনে না ছোটার আহ্বান শিক্ষামন্ত্রীর

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্নফাঁসের পেছনে না ছোটার আহ্বান শিক্ষামন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক : পরীক্ষার্থীদের প্রশ্নফাঁসের পেছনে না ছোটার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘প্রশ্নফাঁসে নজর না দিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। পড়াশোনা করো। অভিভাবকদের কাছে আবেদন, এসব বিষয়ে শিক্ষার্থীরা যেন নজর না দেয়।’

বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের হুঁশিয়ার করে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শিক্ষকরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমন অপকর্মের পর তারা শিক্ষকতার মতো  মহান পেশায় থাকতে পারবেন না।’

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘শিক্ষকতা সবচেয়ে মহৎ কাজ। তারা আমাদের শেষ ভরসা। কিন্তু শিক্ষকরাও প্রশ্নফাঁসে লিপ্ত হয়েছেন। তাই তাদের ক্ষমা করার সুযোগ নেই।’

শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত প্রমাণে একজন শিক্ষক বরখাস্ত হয়েছেন, আরেকজনের বিরুদ্ধে আদেশ যাচ্ছে।

আগামী রোববার ( ২ এপ্রিল) থেকে শুরু হবে  এইচএসসি ও সমমানের পরীক্ষা।

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান থাকবে না।

মন্ত্রী বলেন, ‘এবারও দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী ও যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থী ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।’

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক ও ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় ও পরীক্ষার হলে অভিভাবক বা শিক্ষক কিংবা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি রয়েছে।

এ সময় জানানো হয়, নিবন্ধন করেও এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন পরীক্ষা দিচ্ছে না।

নিবন্ধন করেও পরীক্ষা না দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সবাই পড়াশোনা অব্যাহত রাখতে পারে না। নিবন্ধন করে টেস্ট পরীক্ষা দিয়ে আসতে হয়, টেস্টেও অনেকে বাদ পড়ে। কিছু শিক্ষার্থী চাকরি বা পড়াশোনার জন্য বিদেশ চলে যায়। নানা কারণে ড্রপ আউট হয়। তবে কেউ যেন ঝরে না পড়ে সে বিষয়ে আমরা জোর দেব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/নঈমুদ্দীন/নাঈম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়