ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভার্সিটিতে পাঁচ দিনব্যাপী সামার সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু জানান, গতকাল থেকে এ ফেয়ার শুরু হয়েছে। মোহাম্মদপুরে ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে সোমবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এবারের অ্যাডমিশন ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন। এ ছাড়া ফেয়ার চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, ফেয়ার চলাকালে সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসির ফলের ওপর সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও অতিরিক্ত ৫ এবং ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৭ এপ্রিল।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়