ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে পাসের হার ৮০.০৪

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে পাসের হার ৮০.০৪

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার কম।

এ বছর পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ। যা গত বছর ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ। একই সঙ্গে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৬০ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৪৪৪ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫২৪ জন ছাত্র ও ২ হাজার ৯৩৬ জন ছাত্রী।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫০৩টি বিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী ছিল। পাস করেছে ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। যার মধ্যে ছাত্র ৬০ হাজার ৯৭১ জন ও ছাত্রী ৬২ হাজার ২৪ জন। এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাশ করেছে ৬০ হাজার ৪৪৯ জন। বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭০৫ জন ও বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৪১ জন।

 

 

রাইজিংবিডি/যশোর/৪ এপ্রিল ২০১৭/বি এম ফারুক/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়