ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেই জুয়েলের দায়িত্ব নিলেন ইউএনও

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই জুয়েলের দায়িত্ব নিলেন ইউএনও

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে সংবাদ প্রকাশের পর দরিদ্র মেধাবী জুয়েলের দায়িত্ব নিলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী  কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।

রোববার সকালে ইউএনও জুয়েলের দক্ষিণ চুয়ারীয়াখোলা গ্রামের বাড়ি গিয়ে পরিবারের কাছে দায়িত্ব নেওয়ার কথা প্রকাশ করেন।

গত সোমবার (১৫ মে) অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের শিক্ষা বিভাগে ‘জিপিএ-৫ পাওয়া জুয়েলের আনন্দ বিবর্ণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ পড়েন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিসি কালীগঞ্জ ইউএনওকে দরিদ্র মেধাবী জুয়েলের খোঁজ-খবর নিতে বলেন। পরে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান জুয়েলের বাড়ি গিয়ে খোঁজ-খবর নেন এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে জুয়েলের উচ্চ শিক্ষার দায়িত্ব নেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, দক্ষিণ চুয়ারীয়াখোলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে ওই সংবাদের ভিত্তিতে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাঙালিরা জুয়েলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে প্রতিবেদককে ফোন করেন।

চলতি বছরে এসএসসির ফলাফল প্রকাশের পর কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেন। ওই প্রেসক্লাবে কর্মরত স্থানীয় সাংবাদিকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা তাদের ব্যক্তিগত আইডিতে দারিদ্র্য জয় করে জিপিএ-৫ পাওয়া মেধাবীদের যোগাযোগ করতে অনুরোধ করেন। এরপর উপজেলার দক্ষিণ চুয়ারীয়াখোলা জামে মসজিদের ইমাম জুয়েলের পক্ষে যোগাযোগ করেন এবং তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়।




রাইজিংবিডি/কালীগঞ্জ/২১ মে ২০১৭/রফিক সরকার/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়