ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভিকারুন নিসায় ফলাফলের ভিত্তিতেই ভর্তি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিকারুন নিসায় ফলাফলের ভিত্তিতেই ভর্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুন নিসায় উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি কার্যক্রম অন্যান্য কলেজের মতো ফলাফলের ভিত্তিতেই হবে।

এ ক্ষেত্রে কলেজটি নিজেদের মতো ভর্তি পদ্ধতি অলম্বন করতে পারবে না। অর্থাৎ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।

রোববার উচ্চ মাধ্যমিক শ্রেণির ভর্তিতে ভিকারুন নিসার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ  স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ফলে অন্যান্য কলেজের মতো ফলাফলের ভিত্তিতেই এ কলেজে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির পর  চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল  অরবিন্দ কুমার রায়।

১৫ মে এক রিট আবেদনের শুনানি শেষে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তিতে ভিকারুন নিসার ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়ের বিশেষ নীতিমালা স্থগিত করেন হাইকোর্ট।

পাশাপাশি ভর্তি নীতিমালা-২০১৭ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

১০ মে উচ্চমাধ্যমিক পর্যায়ে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে জারি করা নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৭/মেহেদী/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়