ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেকৃবিতে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, কমিটি স্থাগিত

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেকৃবিতে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, কমিটি স্থাগিত

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুজনই আহত হয়েছেন। ফলে শেকৃবি ক্যাম্পাসে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ জানান, নাজমুল (সভাপতি) বিশ্ববিদ্যালয়ের একটি ফার্মের (খামার) কাজ জোর করে নিজের নামে নিতে চাইছে শুনে তাকে আমি জিজ্ঞেস করি। এতে সে উত্তেজিত হয়ে ওঠে, এরপর জুনিয়ররা চলে আসে।

এ বিষয়ে জানতে চাইলে সভাপতি নাজমুল হক ঘটনা অস্বীকার করে বলেন, না তেমন কিছুই হয়নি। আমি ও দেবাশীষ একসঙ্গেই আছি।

এদিকে দুই গ্রুপের অনুসারী কর্মীরা ক্যাম্পাসের শেরেবাংলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল, নবাব সিরাজ উদ দ্দৌলা হলে পরস্পর বিরোধী শোডাউন দেয়।

এ ঘটনার জেরে কমিটি স্থগিত করে দেয় কেন্দ্রীয় কমিটি ছাত্রলীগ। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন রাইজিংবিডিকে বলেন, আমরা দুজনের কথা শুনেছি এবং আলোচনা করেই কমিটি স্থগিত ঘোষণা করেছি।



রাইজিং‌বি‌ডি/ঢাকা/১৪ জুন ২০১৭/‌আকাশ/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়