ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কমনওয়েলথ অব লার্নিংয়ের সভায় যোগ দিতে কানাডায় শিক্ষামন্ত্রী

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমনওয়েলথ অব লার্নিংয়ের সভায় যোগ দিতে কানাডায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) এর বোর্ড অব গভর্নরসের সভায় যোগ দিতে গতকাল বুধবার কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শিক্ষামন্ত্রী ১৫ ও ১৬ জুন ভ্যাঙ্কুভারে সিওএল’র বোর্ড সভায় অংশ নেবেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শিক্ষামন্ত্রী এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে সিওএল’র বোর্ড অব গভর্নরসের সভায় যোগ দিচ্ছেন।

প্রসঙ্গত, এপ্রিলে বাংলাদেশ এ অঞ্চলের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য নির্বাচিত হয়। শিক্ষামন্ত্রী আগামী ১৮ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়