ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছোট হচ্ছে সালমানের ‘টিউবলাইট’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছোট হচ্ছে সালমানের ‘টিউবলাইট’

টিউবলাইট সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা টিউবলাইট। প্রথমে সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৫ মিনিট রাখার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু এখন সিনেমাটির দৈর্ঘ্য ছোট করে ২ ঘণ্টা ১৬ মিনিট হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘প্রেক্ষাগৃহে দর্শক যে দৈর্ঘ্যের সিনেমা দেখতে পছন্দ করে কবির খানের সিনেমাগুলো তার চেয়ে একটু বড় হয়। কবির খানের সর্বশেষ এবং সালমান অভিনীত বজরঙ্গি ভাইজান সিনেমাটির দৈর্ঘ্য ছিল প্রায় তিন ঘণ্টা, তবে এটি খুব ভালো চলেছে। টিউবলাইট সম্পাদনা করে ২ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের করা হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে বিশেষ কারণে তারা দৈর্ঘ্য আরো ১৯ মিনিট কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।’

টিউবলাইট সিনেমার দৈর্ঘ্য কমে গেলে সাম্প্রতিক সময়ে সালমানের সবচেয়ে ছোট সিনেমা হবে এটি। এ অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সুলতান সিনেমার দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৫০ মিনিট। বজরঙ্গি ভাইজান সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৩ মিনিট এবং প্রেম রতন ধন পায়ো সিনেমার দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টার বেশি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়