ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লন্ডনে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ব্যক্তি বাংলাদেশি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লন্ডনে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ব্যক্তি বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে নামাজ শেষে একটি মসজিদ থেকে ফিরতে থাকা লোকজনের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ব্যক্তি প্রবাসী বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

রোববার উত্তর লন্ডনের সেভেন সিস্টারস রোডের ফিনসবুরি পার্ক মসজিদের কাছে এই হামলা হয়। এতে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

দাতব্য সংস্থার কর্মী সুলতান আহমেদ জানিয়েছেন, তার চাচা ঘটনাস্থলে ছিলেন। মসজিদ থেকে বের হওয়ার পর তার চাচার চোখের সামনেই গাড়িটি মুসল্লিদের ওপর উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘আমার চাচা কেবল মসজিদ থেকে বের হচ্ছিল। আর ওই সময় তার সামনেই প্রবীণ ওই লোকটির ওপর গাড়ি উঠে দেওয়া হয়। এতে সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। একদল মুসুল্লি তাকে ওঠানোর চেষ্টা করছিল। এসময় তাদের ওপরও গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং ওই প্রবীণকে চাপা দেওয়া হয়। তাদের মধ্যে আহত দুজনের অবস্থা মারাত্মক।’

সুলতান বলেন, ‘আমার চাচা বলছিল, ওই সময় গাড়ির চালক চিৎকার করে বলছিল, ‘আমি সব মুসলমানকে হত্যা করতে চাই।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এই ঘটনাকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন। হতাহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন তিনি। বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আমি পুরোপুরি হতভম্ব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়