ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘শিক্ষার লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিক্ষার লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষা পরিবারের সবাইকে সম্মান দিতে হবে। সবার সম্মিলিত কাজের মাধ্যমে আমরা শিক্ষার লক্ষ্য অর্জন করব।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতার জন্য এ সরকারের আমলে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে। গত বছর ৬৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এবারের বাজেট এ খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দাবিও পূরণ হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহম্মেদ সাদী এবং বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়