ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা, ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও সাত দফা দাবি বাস্তবায়নে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়েছেন।

শনিবার বেলা সোয়া ১১টা থেকে তারা নিউমার্কেট ক্রসিং ও নীলক্ষেতে  সড়ক অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন। এর আধা ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

 



নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। পরে আমাদের অনুরোধের ভিত্তিতে তারা ক্যাম্পাসে ফিরে যান। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

গত বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে যান। পরে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২ শিক্ষার্থী গুরুতর আহত হন। শুক্রবার ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়