ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় শেকৃবিতে জাতীয় শোক দিবস পালিত

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যথাযোগ্য মর্যাদায় শেকৃবিতে জাতীয় শোক দিবস পালিত

শেকৃবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বর ও ধানমন্ডি ৩২ নং রোডে বঙ্গবন্ধুর স্মৃতিফলক প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন।  

শারীরিক অসুস্থার কারণে উপস্থিত থাকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহম্মদ। তবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ‍অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. সেকেন্দর আলী, সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম রাসেল প্রমুখ। 

মঙ্গলবার বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/আকাশ বাসফোর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়