ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাবির হল থেকে ককটেল উদ্ধার

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবির হল থেকে ককটেল উদ্ধার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে হলের ২০৫ নম্বর কক্ষের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

ওই কক্ষটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক থাকেন বলে জানা গেছে। তবে কে বা কারা এই ককটেল রেখে গেছে তা জানা যায়নি।

হল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদার বখ্শ হলের ২০৫ নম্বর কক্ষের সামনে একটি ককটেল দেখে কয়েকজন শিক্ষার্থী হল প্রশাসনকে জানান। পরে হল প্রশাসন ও পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনে পুলিশকে জানিয়েছি। পুলিশ সেখান থেকে ককটেলটি উদ্ধার করে নিয়ে গেছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, উদ্ধার করা ককটেলটি পরিত্যক্ত বলে মনে হয়েছে। কে বা কারা ককটেলটি রেখে গেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

 

 

 

রাইজিংবিডি/রাবি/২০ অগাস্ট ২০১৭/মেহেদী হাসান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়