ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাবিতে ককটেল বিস্ফোরণ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবিতে ককটেল বিস্ফোরণ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ১১টা ও ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা ও মাদার বখ্শ হলের ছাদে এ ঘটনা ঘটে।

মাদার বখ্শ হল সূত্রে জানা গেছে, বুধবার রাতে হলের পশ্চিম পাশের ছাদে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মাদার বখ্শ হলসহ এর আশেপাশের সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান, শামসুজ্জোহা ও হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে হলের ভেতরে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শিক্ষার্থীরা জানান, এর আগে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকায় একটি ককটলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে অনেকেই দাবি করেছেন, এটি মাদার বখ্শ ও জিয়া হলের মাঝামাঝি ফাঁকা জায়গায় বিস্ফোরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান  জানান, মাদার বখ্শ হলে বুধবার রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

 

 

 

রাইজিংবিডি/রাবি/২৪ আগস্ট ২০১৭/মেহেদী হাসান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়