ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মঠবাড়িয়ার লতিফ ইনস্টিটিউশনকে জাতীয়করণের দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঠবাড়িয়ার লতিফ ইনস্টিটিউশনকে জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনকে জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কে এম লতিফ ইনস্টিটিউশনের ঢাকায় অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯২৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী স্বীকৃতি লাভ করে, যা এ অঞ্চলের একমাত্র প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে বিভিন্ন সময় শিক্ষা বোর্ডের মেধা তালিকায় ১ম স্থান লাভ করেছে। এছাড়া পাবলিক পরীক্ষায় শতভাগ পাসের গৌরব রয়েছে,যা বরিশাল বিভাগে বিরল।

তারা বলেন, জাতীয়করণের ক্ষেত্রে শতভাগ শর্ত পূরণ করা সত্ত্বেও স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা তথ্য সম্বলিত ডিও লেটার প্রদান করে কে এম লতিফ (মডেল) ইনস্টিটিউশনকে নিশ্চিত জাতীয়করণ করার বিষয়টি পাশ কাটিয়ে অন্য একটি বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ তালিকাভুক্ত করা হয়। তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা কে এম লতিফ (মডেল) ইনস্টিটিউশনকে জাতীয়করণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

কে এম লতিফ (মডেল) ইনস্টিটিউশনকে জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া পিন্টু, মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার,  নাট্য অভিনেতা শংকর সাওজাল, স্কুলের গভর্নিং বডির সভাপতি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংবাদিক আজমল হক হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়