ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটিতে নবীনদের বরণ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রিন ইউনিভার্সিটিতে নবীনদের বরণ

নিজস্ব প্রতিবেদক : জমকালো আয়োজনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল সেমিস্টার-২০১৭ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার গ্রিন অডিটোরিয়ামে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

এর আগে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, অধ্যাপক এম এম খান, অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, অধ্যাপক ড. মো. মাইমুল আহসান খান, ডিন অধ্যাপক ড. মো. ফয়জুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আগামী চার বছর ধরে নিজেদের প্রস্তুত করতে হবে। নবীন বরণের মধ্য দিয়ে মূলত সেই প্রস্তুতিই শুরু হলো। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে হলে জ্ঞানার্জনের পাশাপাশি দক্ষতা অর্জনও জরুরি। এটাই শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির চ্যালেঞ্জসহ সব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. মো. ফৈয়াজ খান জীবনে এগিয়ে যেতে সত্যিকারের জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন। গ্রিন বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অক্সফোর্ড তৈরিতে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশীদার হওয়ার আহ্বান জানান কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, তোমরা শুধু মানুষই হবে না, তোমরা হবে দেশের সম্পদ, গ্রিনের এসেট ও দূত।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়