ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসএসসির খাতা মূল্যায়নে অবহেলায় ৭২ শিক্ষককে শোকজ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএসসির খাতা মূল্যায়নে অবহেলায় ৭২ শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার অভিযোগে ৭২ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। জবাব সন্তোষজনক না হলে তাদেরকে বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বহিষ্কারসহ এমপিও স্থগিত করার সুপারিশ করা হবে।

একই ধরনের অভিযোগে অন্যান্য বোর্ডের কয়েক শ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। এ ছাড়া চলতি বছর এইচএসসি পরীক্ষায় খাতা দেখার ক্ষেত্রেও যারা এ ধরনের গর্হিত কাজ করেছে তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

এ ব্যাপার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে শৃঙ্খলা ফেরাতে আমাদের এ উদ্যোগ।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে গুরুতর অবহেলার প্রমাণ পেয়েছি। পুনঃনিরীক্ষণে ফল প্রকাশের পর এসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে গুরুতর অবহেলার প্রমাণ মিলেছে। এখন তাদের কাছে আনুষ্ঠানিক জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদেরকে পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযুক্ত শিক্ষকরা হলেন- গণিত বিষয়ে পরীক্ষক ২০ জন। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১৪ জন। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে দুজন। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে দুজন। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে একজন। রসায়ন বিষয়ে সাতজন। বাংলা বিষয়ে আটজন। ইংরেজি বিষয়ে ১০ জন। জীববিজ্ঞান বিষয়ে চারজন। পদার্থ বিজ্ঞান বিষয়ে দুজন। সাধারণ বিজ্ঞান বিষয়ে একজন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে একজন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া পরীক্ষকরা হলেন- গুণময় ভট্টাচার্য, মোয়াজ্জেম হোসেন মাসুম, তপন কুমার চক্রবর্তী, মৃণাল কান্তি সরকার, আলতাব হোসেন, এ কে রেজাউল করিম, আবদুর রহমান, এনায়েত আজাদ, সন্দীপ চন্দ্র চক্রবর্তী, শামসুন্নাহার, বৃন্দপত্র বিশ্বাস, আইয়ুব আলী, ফেরদৌস আরা রাজ্জাকী, আল আশরাফ রশিদ, খাইরুল আলম, ফজলুর রহমান, মিলন কুমার বিশ্ব, মোহাম্মদ রেজাউল আমিন, জাহাঙ্গীর আলম, ইতি রানী চক্রবর্তী, এ কে এম সাঈদ হোসেন, মনিরুল আলম, আঁখি প্রিয়া সরকার, জাহিদা আক্তার, ফেরদৌসী বেগম, মোবারক হোসেন, আলমগীর, রাশেদুল হাসান, রামিজা আক্তার, আবদুল সালাম, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, আবদুল আজিজ, সোহরাব হোসাইন, অঞ্জল রায়, স্বদীপ চন্দ দাস, আক্তার হোসেন, হাফিজুর রহমান, সুলতানা হেলেনা খানম, আবদুল কাদের, মমতাজ বেগম, শাহজাহান হোসেন, শাহনাজ পারভীন, রেজাউল হক, শেখ আবদুস সাত্তার, শ্যামল চন্দ্র দাস, মাহমুদ সাইফুদ্দিন, হাবিল উদ্দিন, তাজুল ইসলাম, নিজাম উদ্দিন, মোশাররফ হোসেন, ওয়াহিদুজ্জামান তালুকদার, আল আমিন, গোলাম ফারুকী, মোল্লা মফিজুর রহমান, আবু কাউসার, কালী সরকার, আল আমিন, আশরাফুল ইসলাম, মোখলেছুর রহমান, কাজী মমিনুল হক, ফেরদৌস আরা বেগম, শারমিন রহমান, শেকান্দার আলী, আমিনুল ইসলাম, রোকসানা আক্তার, দিলীপ কুমার চক্রবর্তী, ইয়াসমিন আক্তার, আবদুল রশিদ, আবদুর রহমান ও বেলাল হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়