ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা শনিবার

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা শনিবার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশে মোট ৬৯১টি কেন্দ্রে ১ হাজার ৮১৬টি কলেজের সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৩০৫ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর-৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়