ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেট জেলা-মহানগরে মহিলা দলের নতুন কমিটি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেট জেলা-মহানগরে মহিলা দলের নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগরে মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জাহানারা ইয়াসমিনকে সভাপতি, নিগার সুলতানা ডেইজীকে সাধারণ সম্পাদক এবং রিনা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে মহিলা দল সিলেট মহানগর শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে।

এছাড়া সালেহা কবির শেপকেী সভাপতি, আমেনা বেগম রুমিকে সাধারণ সম্পাদক ও ফাহিমা আহাদ কুমকুমকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট জেলা শাখার ১৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ নতুন এই কমিটি অনুমোদন করেছেন।

বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সিলেট মহানগর কমিটি : সভাপতি জাহানারা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ডা. নুরুন্নাহার মজুমদার, সহসভাপতি অ্যাডভোকেট নার্গিস, কোহিনুর ইয়াসমিন ঝর্না, মিনারা হোসেন, বিলকিছ জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক নিগার সুলতান ডেজি, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, রাহিলা জেরীন কানন, রুবি চৌধুরী, তানিয় রহমান,  সাংগঠনিক সম্পাদক রিনা আক্তার, রেহেনা ফারুক শিরীন, সাফিয়া খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক খালেদা বেগম হেনা, তানিয়া সুলতানা, সাকলিন হক, দপ্তর সম্পাদক ডা. জেসমীন আক্তার, প্রচার সম্পাদক হাফসা বেগম, কোষাধ্যক্ষ শিখা হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক সায়েমা বেগম চৌধুরী লিজি, সহ আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস জাহান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সারমিন আক্তার চৌধুরী, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিরিন বেগম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিরিনা বেগম, সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খাদিজা বেগম, সদস্য-অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, শামা হক চৌধুরী, আসমা আলম, আবিদা সুলতানা, সুলতানা চৌধুরী, তাসলিমা আক্তার, আকমা আক্তার, বিলকিস আক্তার, তাজনাহার বেগম স্বপ্না, নিরলা মুখার্জী, রীপা বেগম, রোমানা আক্তার, রুকসানা আক্তার সুমী, সুলতান বেগম, রিংকি বেগম, জুলিয়া রহমান, শিরিন বেগম, সৈয়দা তানজিনা রেজা সুমী, রাহিমা খাতুন, কাওসার জাহান, মায়া বেগম, শাহিনা আক্তার, তাসমিন বেগম, রুনা আক্তার রুবী, হামিদা খাতুন  তাম্মি,  মনোয়ারা বেগম, আয়শা আক্তার, কলি বেগম, ফাহিমা আক্তার রুবী, পলি আক্তার মিনু, আলোয়া বেগম, আফিয়া বেগম, শামিমা আক্তার, হাজেরা বেগম, জেসমিন আক্তার, শাহনা বেগম, নাসিমা বেগম, মোসা.  রত্মা বেগম, মোসা. নিগম বেগম, সালমা বেগম, বিউটি আক্তার, সাবিনা বেগম, আসমা বেগম, রেহেনা বেগম, ইহবুবা আক্তার ইবা, শেলী বেগম, ফাতেমা বেগম তাহমিনা, বেলি বেগম, ইসমত আরা ইয়াসমিন, রুমি বেগম, সাম্মি আক্তার, মনোয়ার বেগম, রুজিনা আক্তার, রুমি বেগম, শিপারা বেগম, শাবনাজ চৌধুরী, মরিয়ম বেগম, রোজিনা বেগম, চিনু বেগম, সামিয়া বেগম, তানিয়া আক্তার সাদিয়া, বেহুলা বেগম, হেলেনা বেগম, জ্যোৎস্না বেগম, নাসিমা বেগম, আয়শা বেগম, জুলেখা বেগম, জানু বেগম।

সিলেট জেলা কমিটি : সভাপতি সালেহা কবির শেপী, সিনিয়র  সহ সভাপতি অ্যাডভোকেট জহুরা জেসমিন, সহ সভাপতি তাহসিন শারমিন তামান্না, শাহানজ বেগম মুন্না, রুজি মতিন, স্বপ্না শিহিন (ভাইস চেয়ারম্যান), রহিমা বেগম, দিবা রানি দে বাবলী, মনিজা বেগম, এহিয়া বেগম (ভাইস চেয়ারম্যান), আসমাউল হাসনা খান, মমতাজ শিরিন চৌধুরী, সাধারণ  সম্পাদক আমেনা বেগম রুমী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা বক্ত রেহনা, যুগ্ম সাধারণ সম্পাদক আম্বিয়া বেগম, নাছিমা বেগম, আনিসা কালাম সানিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সহ সাংগঠনিক সম্পাদক মিলি আক্তার, পলি বেগম, নাজমা বেগম, ছালমা আক্তার মুন্নি, সমাজকল্যাণ সম্পাদক জয়তেরা বিবি, দপ্তর সম্পদ কফিরোজা খানম জলি, সহ দপ্তর সম্পদক সুফিয়া খানম, প্রচার সম্পাদক সালমা বেগম, সহ প্রচার সম্পাদক ফাতেমা আহমেদ বকুল, কোষাধ্যক্ষ কুহিনুর ইয়াসমিন ঝর্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেফালী বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসি বেগম ইকবাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহানা হোসেইন, পল্লী উন্নয়ন ও সমবায় ও গ্রাম বিষয়ক সম্পাদক সাকিনা বেগম, নারী বিষয়ক সম্পাদক লিটা বেগম, ত্রাণ  বিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার (ভাইস চেয়ারম্যান), বন পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেফা বেগম, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক রেফা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নওরিন আক্তার, সহ কোষাধ্যক্ষ একমা বেগম, রতনা বেগম সহ ত্রাণ বিষয়ক, সদস্য-জাহান আক্তার রুমা, আয়েশা ইসলাম, শিরিন জাকারিয়া, শরিফা বেগম, রুশনা বেগম, রেজিয়া বেগম, মনোয়ার বেগম, সুফিয়া খানম, বেবী, ঝর্না, মৌরি, মুন্নি, ঈষিতা, হনুফা, ফারহানা, শেলিনা, শামিমা (২), জান্নাত ফেরদৌস, পারভীন বেগম, আসমা বেগম, মুন্নি (২), ফাহিমা, তানজিনা আক্তার, পারভীন আক্তার, নুরুন্নেছা আক্তার হেলেন, স্নোয়ারা বেগম, লিলি বেগম, তাহমিনা খানম চামেলী, পারভিন বেগম, হেলেনা, কুলসুম, স্বপ্না, রুশনা, রোজী, আলেয়া, ছাবিনা, রুবি, সুমি, সুমী, মিলনী, ফেরদৌসি আক্তার রোজী, মতিয়া বেগম মতি, ফাতেমা আক্তার পারুল, সিদ্দিকা বেগম, সালেহা, সামিয়া, খাদিজা, আফিয়া, সুমি, রিনা, আফিয়া বেগম, শামীমা আক্তার, জেসমিন আক্তার, হালিমা বেগম শোভা আক্তার, নিলি বেগম, রুবী আক্তার চৌধুরী, নিলি বেগম, সুফিয়া বেগম, রুহেনা বেগম, রাজিয়া বেগম, শেলী বেগম, শিলা বেগম, মাহমুদা খানম, তাহমিনা আক্তার মিনা, আফিয়, নাজমা বেগম, নুরজাহান বেগম, দিলারা বেগম, সুফিয়া খাতুন, আছমা বেগম, আঙ্গুরা বেগম, শামীমা বেগম, জাহানারা বেগম, শুল্কা রানী নাথ, আয়েশা সিদ্দিকা, আরিফা বাদশা, সায়েরু আক্তার লাকী, আছরুন বেগম, রিনা বেগম, শাহান আক্তার লয়লু, আফিয়া বেগম, ছালেহা, জুলেখা বেগম, রাবিনা আজাদ, হালিমা খানম রুবি, রিনা বেগম, মনোয়ারা ফেরদৌসি, রেনু বেগম, সিতারা বেগম, মাহমুদা ইসলাম চৌধুরী, আছমা বেগম, ফাতেমা দিলারা বেগম, হেলেনা বেগম, রাবেয়া, রুবি, আয়েশা আক্তার, কুলসুম আক্তার মাসুদা, শিরিন বেগম।



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়