ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২ ঘণ্টায় ফল প্রকাশ, ভাইভা অনুষ্ঠিত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ ঘণ্টায় ফল প্রকাশ, ভাইভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হল, লেকচার থিয়েটার, কেন্দ্রীয় লাইব্রেরি, এ ব্লক ও নার্সিং অনুষদের ক্লাসরুমসহ সাতটি ভেন্যুতে এ পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরীক্ষা হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা ৯ ডিসেম্বর সম্পন্ন হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিংয়ে ২৫টি আসনের বিপরীতে ১ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়