ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী

জাবি সংবাদদাতা : বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। রোববার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কর্তৃপক্ষের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।



উদ্বোধনকালে উপাচার্য বিজয় দিবসে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজিত কুমার মজুমদারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের ওপর লেখা বই প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। তবে দর্শনার্থীদের সাড়া পেলে একদিন সময় বর্ধিত করা হতে পারে বলে জানান অধ্যাপক অজিত কুমার মজুমদার।




রাইজিংবিডি/জাবি/১৬ ডিসেম্বর ২০১৭/তহিদুল ইসলাম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়