ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৩০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে ছাত্রীরা। পাসের হার এবং জিপিএ-৫ এই দুই দিক থেকেই এগিয়ে মেয়েরা।

এবারের জেএসসি-জেডিসিতে অংশগ্রহণ করে মোট ২৪ লাখ ১২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। পাসের হার শতকরা ৮৩ দশমিক ৬৫ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের সংখ্যা ১০ লাখ ৮১ হাজার ৫৩৮ জন, যা শতকরা হিসেবে ৮৩ দশমিক ৭৩ শতাংশ। অপরদিকে ৯ লাখ ৩৬ হাজার ৭৩৩ জন ছাত্র পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক ৫৬ শতাংশ। ছাত্রদের তুলনায় ১ লাখ ৭০ হাজার ৬৬৭ জন ছাত্রী বেশি পাস করেছে।

এদিকে জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর জেএসসি-জেডিসিতে জিপিএ পাঁচ পেয়েছে মোট ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন। তার মধ্যে শুধু মেয়েরাই জিপিএ পাঁচ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৭৩০ জন। বাকি ৮০ হাজার ৮৯৮ জন ছাত্র পেয়েছে জিপিএ পাঁচ। ছেলেদের তুলনায় ২৯ হাজার ৮৩২ জন জিপিএপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা বেশি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়