ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মাওলানা সাদের বিষয়ে তাবলিগের মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাওলানা সাদের বিষয়ে তাবলিগের মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন’

নিজস্ব প্রতিবেদক : মাওলানা মোহাম্মদ সাদ বিশ্ব ইজতেমায় অংশ নেবেন কি না, সে বিষয়ে তাবলিগ জামাতের মুরব্বিরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে পাবলিক হেলথ ইনস্টিটিউট রোডে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব। এজন্য পুলিশকে নির্দেশও দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ যাবেন কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন শীর্ষস্থানীয় নেতারা, যারা তাবলিগ জামাতের মুরব্বি। এ নিয়ে আলোচনাও হবে বলে আমি জানি। বিশ্ব ইজতেমায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তাও দেওয়া হচ্ছে।’

এদিকে বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে,  নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাবসহ সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন। পুরোপুরি পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে মসজিদের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, মাওলানা সাদের ইজতেমায় অংশ নেওয়া না নেওয়া নিয়ে তাবলিগ জামাতের দুটি অংশ কঠোর অবস্থান নিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়