ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জবিতে সরস্বতী পূজা উদযাপন

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে সরস্বতী পূজা উদযাপন

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা করা হয়েছে। এবার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ (আইইআর, জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৪টি মণ্ডপে পূজা হয়।

সোমবার সকাল ৯টার দিকে পূজামণ্ডপে শুরু হয় বাণী অর্চনা। এরপর ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি দেন। এ সময় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পূজামণ্ডপসমূহ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপাচার্য মহোদয়ের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। পরে পূজা উপলক্ষে সমাজকর্ম বিভাগের উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. নূর মো‏হাম্মদ প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়