ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৯৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ২৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপোস্টের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫৮ জন।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের কাছে এ হামলা হয়েছে। ওই এলাকায় ইউরোপীয় ইউনিয়ন ও হাই পিস কাউন্সিলের কার্যালয় রয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।


রাস্তায় গণপরিবহনের কাছাকাছি ওই তল্লাশি চৌকিতে বিস্ফোরক বোঝাই একটি অ্যাম্বুলেন্স চালিয়ে হামলাকারী এ হামলা চালায় বলে জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে বিদেশি দূতাবাস ও নগর পুলিশের সদর দপ্তরের কাছের ওই এলাকাটিতে যখন লোকজনের ভীড় ছিল তখনই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের মাত্রা এতোটা প্রবল ছিল যে ঘটনাস্থল থেকে ওঠা ধোঁয়ার কুন্ডুলি শহরের বিভিন্ন স্থান থেকে দেখা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় অন্তত ২২ জন নিহত হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়