ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জনমনে আতঙ্ক ছড়াতে সোহেলকে গ্রেপ্তারের অপপ্রচার’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনমনে আতঙ্ক ছড়াতে সোহেলকে গ্রেপ্তারের অপপ্রচার’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বিএনপি নেতা হাবিবুন-নবী খান সোহেলকে গ্রেপ্তার করেনি। জনমনে আতঙ্ক ছড়াতে বিএনপি এই অপপ্রচার চালিয়েছে।’

বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘হাবিবুন নবী খান সোহেলকে গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবরগুলো এসেছে, তা সত্য নয়। আমি সব ইউনিটের সঙ্গে আলাপ করেছি, তারা কেউ তাকে গ্রেপ্তার করেনি। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এমন অপপ্রচার চালানো হয়েছে।’

গণগ্রেপ্তারের বিষয়ে কমিশনারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গণগ্রেপ্তার নয়, ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় যারা পুলিশ ভ্যানে হামলা চালিয়েছিল তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে।’

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে কোনো বিশৃঙ্খলা হলে শক্ত হাতে দমন করা হবে উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কেউ শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইলে আমার বাধা দেব না। তবে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়