ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘৮ ফেব্রুয়ারি কিছুই হবে না’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘৮ ফেব্রুয়ারি কিছুই হবে না’

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশের মানুষকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারি বলেন, ‘আগামীকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হবে। কোনো গুজবে কান দেবেন না। আগামীকাল কিছুই হবে না।’

এ সময় এসএসসি পরীক্ষার্থীদের ওপর এ রায়ের কোনো প্রভাব পড়তে দেওয়া হবে না বলে অভিভাবকদের আশ্বস্ত করেন আইজিপি।

জাবেদ পাটোয়ারি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকাসহ সকল বিভাগ ও জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়কে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কেউ যদি নাশকতার চেষ্টা করে তাহলে তা মোকাবিলা করতে আমরা প্রস্তুত।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা করার চেষ্টা হতে পারে। কোথাও সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে নিকটস্থ থানা-পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানাবেন।’

তিনি বলেন, ‘ভীত হবেন না, আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আইন সবার জন্য সমান। সবার সঙ্গে একই আচরণ করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়