ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাবিতে বিজ্ঞান মেলা শুরু

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে বিজ্ঞান মেলা শুরু

জাবি সংবাদদাতা : ‘বি ইনোভেটিভ, মেক ইনোভেটিভ’- স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘জেইউএসসি ন্যাশনাল সাইন্স ফেস্ট-২০১৮’ শুরু হয়েছে।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাইন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত মেলার উদ্বোধন করেন। এরপর অতিথিরা জেইউএসসি’র সভাপতি সাহারিয়ার কবির সোহাগের সভাপতিত্বে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

আবুল কালাম আজাদ বলেন, আগে সাত কোটি জনসংখ্যার খাদ্যের সংস্থান করতে হতো। এখন জনসংখ্যা বেড়েছে। এখন ১৬ কোটি লোকের খাদ্য সংস্থান করতে হয়। এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের কল্যাণে। ভবিষ্যতে আরো লোকসংখ্যা বাড়বে। এতে সমস্যাও বাড়বে।

তিনি তরুণদের উদ্দেশ করে বলেন, ‘‘তোমরা ভবিষ্যতের বিজ্ঞানি, তোমাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, জেইউএসসি’র উপদেষ্টা অধ্যাপক মো. খবির উদ্দিন প্রমুখ।

এবারের মেলায় বিজ্ঞান কুইজ, প্রজেক্ট শো, সাইন্সভিত্তিক পোস্টার উপস্থাপন করা হবে। বিজ্ঞান মেলায় ১০টি বিশ্ববিদ্যালয়, ২০টি কলেজ ও ২০টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেবে।



রাইজিংবিডি/জাবি/০৯ ফেব্রুয়ারি ২০১৮/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়