ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটন মিস্টার ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতা মার্চে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন মিস্টার ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতা মার্চে

ওয়ালটন মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতার লোগো

ক্রীড়া প্রতিবেদক : মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিএবিবিএফ মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা-২০১৮। 

এই প্রতিযোগিতার এবারের আসরেও পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। পাওয়ার স্পন্সর হিসেবে আছে ভিআইপি স্পোর্টস এন্ড ফিটনেস। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

সাউথ পয়েন্ট ফিটনেস জোনের আয়োজনে ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো বডিবিল্ডার অংশ নিতে পারবেন। 

এ বিষয়ে জানতে চাইলে ওয়ালটন মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতার সদস্য সচিব মো. নরুল ইসলাম খান নাঈম বলেন, ‘এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো প্রান্তের যোকোনো বডিবিল্ডার অংশ নিতে পারবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন ক্লাব ও সংস্থাকে চিঠি পাঠাতে শুরু করেছি। ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে হবে প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বডিবিল্ডারদের ওজনগ্রহণ। ৩ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটোরিয়ামে হবে প্রিজাজিং ও উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ৪ মার্চ মূল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। গেল আসরের চেয়ে এবার প্রাইজমানি বাড়বে।’

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সঙ্গে বরাবরই আমরা ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হচ্ছি। গেল বছর ওয়ালটন মিস্টার ও মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলাম। এবারও আছি। আমরা ওয়ালটন গ্রুপ বিশ্বাস করি সুস্থ্য দেহে সুস্থ্য মন থাকে। আর শরীর সুস্থ্য রাখতে শরীরগঠনের ভূমিকা অনেক। তাছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে শরীরগঠনের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের তরুণ সমাজকে শরীরগঠনে উৎসাহিত করার মাধ্যমে তাদেরকে মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে সরিয়ে আনা সম্ভব। আশা করছি এবারের আসরটি আরো জমজমাট হবে।’

মিস্টার ঢাকা ক্যাটাগোরিতে সাতটি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণিগুলো হল ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। অন্যদিকে মাস্টার ক্যাটাগোরিটি উন্মুক্ত। তবে ৪০ বছরের নিচের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। প্রতিটি ক্যাটাগোরির প্রথম থেকে ষষ্ঠস্থান অধিকারকারীদের পুরস্কৃত করা হবে|

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।
 



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়