ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতার বাছাই পর্ব উপজেলা পর্যায়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, জেলা পর্যায়ে ২ মার্চ থেকে ৮ মার্চ, বিভাগীয় পর্যায়ে ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এবং ঢাকায় চূড়ান্ত পর্ব ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্টের মধ্যে থাকবে- ক. রবীন্দ্র সঙ্গীত, খ. নজরুল সঙ্গীত, গ. দেশাত্মবোধক গান, ঘ. লোকগীতি, ঙ. বাংলা কবিতা আবৃত্তি, চ. একক বা দ্বৈত অভিনয়, ছ). নৃত্য (একক) এবং জ. নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতা।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট () তে পাওয়া যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



রাইজিংবিডি/গাজীপুর/১৪ ফেব্রুয়ারি ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়