ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জবিতে ‘দ. এশিয়ার রাজনীতিতে ভাষা আন্দোলন’ সেমিনার

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ‘দ. এশিয়ার রাজনীতিতে ভাষা আন্দোলন’ সেমিনার

জবি প্রতিনিধি : সাউথ এশিয়ান স্টাডি সার্কেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান। মূল আলোচনা এবং সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের জবি শাখার পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। এর ওপর আলোচনায় অংশ নেন জবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আকরামুজ্জামান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শরীফ নূরজাহানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির শিক্ষক নূরানা। এ সময় বিভাগটির শিক্ষক ময়েনুল হক, মুনমুন মাশরাফী ও লামিয়া ইসলাম উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৮/আশরাফুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়