ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিআইইউর ইংরেজি বিভাগের বনভোজন অনুষ্ঠিত

সৈয়দা ফাহমিদা জাহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিআইইউর ইংরেজি বিভাগের বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ব্যস্তময় জীবন ও পড়ালেখা থেকে খানিকটা সময় বের করে নিয়ে কোথাও ঘুরতে যেতে কার না ভালো লাগে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগই চেষ্টা করে তাদের ছাত্র-ছাত্রীদের বনভোজনে যাওয়ার সুযোগ দিতে। ব্যতিক্রম নয় চিটাগং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি (সিআইইউ)।

এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভ্রমণপিয়াসী ও প্রাণোচ্ছ্বল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ বার্ষিক বনভোজন উপলক্ষে ঘুরে এসেছেন নৈসর্গিক সৌন্দর্য্যের অপরূপ লীলাভূমি রাঙামাটি। নরম রোদের আলোতে জলের রং বদলের খেলা, জলপাই রঙা পাহাড়-টিলা ঘেরা হ্রদে লঞ্চ ভ্রমণ করে সবাই ছিল বেশ উচ্ছ্বসিত।

লঞ্চ ভ্রমণের ফাঁকে ফাঁকে ভ্রমণপিপাসুদের দল উপভোগ করে শুভলং জলপ্রপাত, টুকটুক ইকো ভিলেজ, রাঙামাটি পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতুর চোখ জুড়ানো অপার প্রাকৃতিক সৌন্দর্য্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গ্রামছাড়া ঐ রাঙামাটির পথ আমার মন ভুলায়রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায়রে…’ গানের এ দুটি লাইনের সাথে মিলেমিশে এই ভ্রমণ হয়ে উঠে সুন্দর, সার্থক ও মায়াময়, স্মৃতি জাগানীয়া।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/আমিনুল/এসএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়