![]() |
সচিবালয় প্রতিবেদক : ৩৬তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে যাদেরকে ক্যাডার বা প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়নি, তাদের মধ্য হতে মেধাতালিকা অনুযায়ী দ্বিতীয় শ্রেণির ৯৮৫ জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়। কমিশন সূত্রে জানা গেছে, এ ক্ষেত্রে মেধাক্রম ও বিদ্যমান কোটা বিধি অনুসরণ করা হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) সই করা এই তালিকায় ৩১ ধরনের পদ রয়েছে। সম্প্রতি ২৮৪ জনের প্রথম শ্রেণির পদের তালিকা প্রকাশ করে পিএসসি।
এর আগে পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক বলেন, প্রথম শ্রেণির পদের সুপারিশ করা হয়েছে। এরপর দ্বিতীয় শ্রেণির সুপারিশের তালিকা প্রকাশ করা হবে।
তিনি জানান, নন-ক্যাডারে ৩ হাজার ৩০৮ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ৬৫০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য আবেদন করেছেন।
উত্তীর্ণদের তালিকা পাবেন এখানে
রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৮/হাসান/সাইফ