ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই : ডেপুটি স্পিকার

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই : ডেপুটি স্পিকার

জাবি সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার কোনো ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম পুনর্মিলনী ও ৪৭তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ৫ জানুয়ারির মতো বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তা হলে তাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না। কে নির্বাচন করল আর না করল আওয়ামী লীগের কিছু যায় আসে না। নির্বাচন সঠিক সময়ে হবে।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে ছিল কিন্তু প্রধানমন্ত্রী কারো কাছে মাথা নত করেননি। আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে তাই তারা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চায়।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, অনুষ্ঠানের সভাপতি এস এম সাদাত হোসেন, কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শহিদ হাসান সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/জাবি/২৩ মার্চ ২০১৮/তহিদুল ইসলাম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়