ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এলডিসি থেকে উত্তরণের বিষয়ে সেমিনার করবে বিইউবিটি

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এলডিসি থেকে উত্তরণের বিষয়ে সেমিনার করবে বিইউবিটি

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগের আয়োজনে হতে যাচ্ছে ‘মুভিং আউট অব দ্য এলডিসি’স : স্ট্র্যাটেজিস ফর সাসটেইনেবল গ্র্যাজুয়েশন’ শীর্ষক সেমিনার।

আগামী ৭ মে বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে বিইউবিটির স্থায়ী ভবনের দশম তলায় ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ সেমিনার হবে।

বাংলাদেশের উন্নয়নের ধারা বজায় রাখতে কী কী নীতিমালা গ্রহণ করা যেতে পারে তা নিয়ে এই সেমিনারে আলোচনা করা হবে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক। সভাপতিত্ব করবেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক আবু সালেহ। অনুষ্ঠানের আহ্বায়ক ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. সৈয়দ মাসুদ হোসাইন, সহ-আহ্বায়ক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়