ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দর্শনায় ৮ স্বর্ণের বারসহ আটক ২

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দর্শনায় ৮ স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গা সংবাদদাতা : ভারতে পাচারের সময়  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে আটটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্তৃপক্ষ। বুধবার বিকেলে দামুড়হুদা সীমান্তের জয়নগর চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি । এগুলোর বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।

আটককৃতরা হলো- ঢাকা জেলার নবাবগঞ্জ কান্দামারা গ্রামের কোসাই মন্ডলের ছেলে দিপক মন্ডল ও একই গ্রামের জগেস মল্লিকের ছেলে প্রভাস মল্লিক।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল বেনাপোলের উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি দল দর্শনা জয়নগর চেকপোষ্টে অবস্থান নেয়। এসময় দুই বাংলাদেশি নাগরিক ভারতে যাচ্ছিল। তাদের আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল। তাদের দেহ তল্লাশি করে পরনের অন্তর্বাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আটটি স্বর্ণের বার উদ্ধার করে।



রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/১১ জুলাই ২০১৮/এম এ মামুন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়