ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঢাবিতে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবিতে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজির।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ছাত্র নিপীড়নের কেন্দ্রে পরিণত হয়েছে। যেখানে সারাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নিপীড়নের খবর সম্পর্কে অবগত সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই জানে না। এ ধরনের বক্তব্য শুধু দায়িত্বহীনতাই নয় তা সন্ত্রাসী হামলায় সহযোগিতার নামান্তর। হলগুলোতে প্রভোস্টের অনুমতি ছাড়া সভা সমাবেশ করা যাবে না- এ নিষেধাজ্ঞা ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন দমন ও জনগণের সঙ্গে ছাত্রদের ঐতিহাসিক সম্পর্ককে বিচ্ছিন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক আলমগীর সুজন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৮/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়