ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মেসিকে আর্জেন্টিনার প্রয়োজন’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেসিকে আর্জেন্টিনার প্রয়োজন’

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার ফুটবলার কার্লোস তেভেজ মনে করেন, আর্জেন্টিনার পরবর্তী সাফল্যের জন্য লিওনেল মেসিকে প্রয়োজন। এজন্য মেসিকে আর্জেন্টিনা দল থেকে অবসর না নেওয়ার কথা জানিয়েছেন তেভেজ।

বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তেভেজ। তার দলও ভালো করতে পারেনি। শেষ ষোলো থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পরপরই মনে হচ্ছিল আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দেবেন মেসি। কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনাল হারের পর একবার অবসর নিয়ে নিয়েছিলেন মেসি। পরবর্তীতে অবসর ভেঙে ফেরেন জাতীয় দলে। এবার সেরকম কিছু হবে না বলে বিশ্বাস তেভেজের।

৩৪ বছর বয়সি বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড বলেন,‘আমি মনে করি লিওকে তার ব্যাপারে চিন্তা করা উচিত। তার ভাবা উচিত যদি কোন বিষয় তাকে সুখী না করতে পারে, কিছুতে তৃপ্তি না পায় তাহলে আর্জেন্টিনা দলের নেতৃত্বের কাজটা খুব কঠিন হয়ে যাবে এবং নিজেকে চ্যাম্পিয়ন দেখাও কঠিন।’

‘খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টাইন হিসেবে আমি সব সময় তাকে বলি তাকে আমাদের প্রয়োজন। তাকে বলি ঠান্ডা মাথায় চিন্তা করতে। আমাদের তাকে প্রয়োজন কারণ ও আর্জেন্টিনার প্রাণ। যতদিন সে ফুটবল খেলবে ততদিন তার আর্জেন্টিনার সঙ্গে থাকা উচিত। আর্জেন্টিনার বড় একজন আইডল ও। তাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে।’

কোচ হোর্হে সাম্পাওলিকে ছাঁটাই করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েসন (এএফএ)। শোনা যাচ্ছে, পেরুর বস রিকার্ডো গারিসাকে আর্জেন্টিনা দলের দায়িত্ব দিতে পারে এএফএ। তবে তেভেজের পছন্দ ভিন্ন। তার মতে হোসে পেকারমান হতে পারেন আর্জেন্টিনা দলের পারফেক্ট চয়েজ।

তার মতে,‘আমরা ২০০৬ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিলাম। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরেছিলাম আমরা। আমরা পেনাল্টিতে হেরে যাই। হেরেছি ওই হোসে পেকারমানের কাছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই মুহূর্তে পেকারমান হতে পারেন আর্জেন্টিনা দলের প্রথম পছন্দ। তার গুনাবলীও অসাধারণ।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়