ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষার্থীরাই উন্নত বিশ্বের লক্ষ্য পূরণ করবে : শিক্ষামন্ত্রী

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীরাই উন্নত বিশ্বের লক্ষ্য পূরণ করবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের অন্তর্ভূক্ত হতে যাচ্ছি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সেই লক্ষ্য পূরণে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘৭ মার্চ’ ভবন উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো প্রস্তবনা নিয়ে গেলেই প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। এ কারণে গত দশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। দশটি প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সুবিধাসহ বিভিন্ন ভবন নির্মাণ করে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার পরিসর বাড়ানো হয়েছে। আটটি প্রকল্পের কাজ শেষ ও দুটির কাজ এখনো চলছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা পড়েছেন, আপনিও পড়েছেন। আমি এ কারণে নিজেকে নিয়ে গর্ববোধ করি।’

রোকেয়া হলের নতুন ‘৭ মার্চ’ ভবন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এটি একটি প্রতীকী নাম। ৭ মার্চ আমাদের জাতির জীবনে গৌরবময় অধ্যায়। সেদিন জাতির পিতা সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন সেটাই আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা ও দিকনির্দেশনা ছিল। জাতির মুক্তির জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম।’



রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৮/ইয়ামিন/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়