ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডেন্টালে ভর্তি আবেদন শুরু

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেন্টালে ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট।

১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। বিডিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিপেইড টেলিটক মোবাইলে পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। ইংরেজি ২০১৫ ও ২০১৬ এবং ২০১৭ ও ২০১৮ খ্রিস্টাব্দে এসএসসি বা সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করা যোগ্য হবেন। ইংরেজি ২০১৫ খ্রিস্টাব্দের আগে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

সকল দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ-৯ থাকতে হবে। সকল উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। কোনো একক পরীক্ষায় জিপিএ-৩.৫ এর কমে আবেদন করতে পারবেন না। সকলের জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ-৩.৫ থাকতে হবে।

এ বছর ভর্তি পরীক্ষা রাজধানীর ঢাকার তিনটি কেন্দ্র ঢাকা ডেন্টাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হবে। গত বছর পর্যন্ত ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্র থাকলেও এ বছর ঢাকার বাইরে কোনো কেন্দ্র রাখা হয়নি।

১০০ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে জীববিদ্যা ৩০, রসায়নবিদ্যা ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান, ইতিহাস ও সংস্কৃতি ৬ ও আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে।

বর্তমানে সরকারি পর্যায়ে ১টি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটসহ মোট ৯টি ডেন্টাল কলেজ/ইউনিটে আসন সংখ্যা ৫৩২টি। অপরদিকে বেসরকারি ২৪টি ডেন্টাল কলেজ/ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৩৬০টি।




রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়