ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইমরুলের অনুপ্রেরণার নায়ক মুশফিক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৬, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইমরুলের অনুপ্রেরণার নায়ক মুশফিক

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহমান। কঠিন সময় চাপ সামলে দলকে টেনে তোলার অনেক দৃষ্টান্ত রয়েছে তার। আজকের এই মুশফিকুর রহিম হয়েছেন নিজের কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মধ্য দিয়ে। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ইমরুল কায়েস তার অনুপ্রেরণার নায়ক হিসেবে বলেছেন মুশফিকের কথা।



মুশফিক বরাবরের মতোই পরিশ্রমী। সবার আগে অনুশীলনে হাজির। ব্যাট-প্যাড নিয়ে সবার আগে নেটে যান। জিমে বাড়তি পরিশ্রম তো আছেই। দলের বিশ্রামের সময়েও তাকে অনুশীলনে দেখা যায়। নিজ উদ্যোগে থ্রো ডাউনের জন্য বোলার ম্যানেজ করেন তিনি। দলের ঐচ্ছিক অনুশীলনে সব সময় উপস্থিত সিনিয়র এ ক্রিকেটার।

মুশফিকের এ পরিশ্রমকেই অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন ইমরুল কায়েস। তাইতো নিজেও সমমানের পরিশ্রম করছেন। দলকে জয় উপহার দেওয়ার পর ম্যাচ শেষে নিজের অনুপ্রেরণার গল্প বলতে গিয়ে ইমরুল বলেন, ‘আমি একটি ব্যাপার বিশ্বাস করি, কেউ যদি কঠোর পরিশ্রম করে, সে তার ফল পাবেই। আমি মুশফিককে দেখে অনেক কিছু শিখি। মুশফিক যেভাবে কষ্ট করে, ও কিন্তু কষ্ট করেই আজকের মুশফিকুর রহিম হয়েছে। আমি সবসময় এটা অনুসরণ করার চেষ্টটা করি। বিশ্বাস করি যে কষ্ট করলে তার ফল পাওয়া যায়।’



জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল মিরপুরে ৬ উইকেট হারিয়ে যখন বিপদে বাংলাদেশ তখনই হাল ধরেন ইমরুল। দৃঢ় ব্যাটিয়ে একাই টেনেছেন তিনি। তার সেঞ্চুরিতে জয়ের ভীত রচিত হয় বাংলাদেশের। গতকালের পরিকল্পনা নিয়ে ম্যাচ শেষে ইমরুল বলেন, ‘শুরুটা কিন্তু যা চাচ্ছিলাম তা হচ্ছিল না। একটা সময়ে সংগ্রাম করতে হয়েছে। ড্রাইভ খেলা যাচ্ছিল না। যেকোনো সময় বল লাফ দিচ্ছিল। আমি যখনই চিন্তা করছিলাম যে স্ট্রোক খেলব তখনই একটা করে উইকেট ডাউন হচ্ছিল। তখন আবার নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। আমি চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত ব্যাটিং করি দেখি কি হয়। আমি ব্যাটিং করে বুঝছিলাম ২৪০-৫০ ওখানে ভালো স্কোর। সো ওভাবেই ব্যাটিং করছিলাম। এজন্য শেষ পর্যন্ত ব্যাটিং করেছি ওভাবেই সফল হয়েছি।’




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়