ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সহকারী অধ্যাপক হলেন ৬৩৪ জন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহকারী অধ্যাপক হলেন ৬৩৪ জন

সচিবালয় প্রতিবেদক : এবার সহকারী অধ্যাপক পদে প্রভাষক ও সমপর্যায়ের ৬৩৪ জন কর্মকর্তাকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ নিয়ে তিন ধাপে শিক্ষা ক্যাডারের এক হাজার ৬১৭ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন।

সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আর শিক্ষা ছুটি, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য প্রেষণ বা লিয়েনে থাকা কর্মকর্তাদের ছুটি শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগ দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে গত ১০ সেপ্টেম্বর ৪০৯ জনকে অধ্যাপক এবং ২৫ অক্টোবর ৫৭৪ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়