ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮,৩৪২ পরীক্ষার্থী

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮,৩৪২ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৮৪১টি আসনের বিপরীতে ৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

শুক্রবার সকাল ১০টা থেকে প্রথম পর্বে ‘ক’ এবং ‘খ’ গ্রুপের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এরপর বিকেল আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ‘খ’ গ্রুপের মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা।

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশেদুল ইসলাম রাইজিংবিডিকে জানান, অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে চুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার বিভিন্ন বিভাগে উপজাতি কোটাসহ মোট আসন সংখ্যা ৮৪১টি। এর বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।





রাইজিংবিডি/চট্টগ্রাম/২ নভেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়